শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ০০:০০

শাহরাস্তির মুক্তিযোদ্ধা প্রবীণ শিক্ষক হেদায়েত উল্লাহ খান আর নেই
মোঃ আবুল কালাম ॥

শাহরাস্তি উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সূচীপাড়া উচ্চ বিদ্যলয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ হেদায়েত উল্লাহ খান (৭২) গতকাল বুধবার ভোরে কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকাল তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে যান। একই দিন বাদ জোহর তাঁর নিজ বাড়ি লাকামতা চেয়ারম্যান বাড়ির উঠানে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আমজাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী, মুক্তিযোদ্ধা আইউব আলী প্রমুখ।

জানাজায় অংশ নেন সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবীব উল্লাহ, ধামড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোতালেব হোসেন, সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ, হাবীবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম পাটোয়ারী, সাবেক সদস্য মেশকাত হোসেন বিটু, স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জনি, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ এলাকার সর্বস্তরের জনগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়