শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ০০:০০

মঙ্গলবার ৫৯ জনের করোনা শনাক্ত ॥ দুইদিনে মৃত্যু ৩
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

২৪ আগস্ট মঙ্গলবার চাঁদপুরে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মঙ্গলবার ও গতকাল বুধবার ছয়জন মারা গেছেন। এর মধ্যে তিনজন করোনা পজিটিভ, তিনজনের করোনার উপসর্গ ছিলো। করোনা পজিটিভে মৃত্যু দুইজনের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়, আরেকজনের বাড়ি মতলব দক্ষিণ উপজেলায়। এই তিনজন হলেন : চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট আশিকাটি গ্রামের মোঃ রফিকুল ইসলাম (৬৫), বহরিয়া কোটরাবাদ গ্রামের শাহিদা বেগম (৬০) ও মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও গ্রামের ইকবাল হোসেন (৬৫)। এই তিনজনসহ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগী মোট মৃত্যুর সংখ্যা হলো ২২৬ জন।

মঙ্গলবার ৩১৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শনাক্তের হার ১৮.৪৯ শতাংশ। এছাড়া এদিন ১৫৩ জন করোনা রোগীকে সুস্থ ঘোষণা করা হয়। নতুন শনাক্ত হওয়া ৫৯ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হলো : চাঁদপুর সদর ১৮, হাইমচর ২, ফরিদগঞ্জ ৫, হাজীগঞ্জ ৮, মতলব উত্তর ১৩, শাহরাস্তি ৯, মতলব দক্ষিণ ১ ও কচুয়া উপজেলায় ৩ জন। নতুন শনাক্ত ৫৯ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত রোগী হলো ১৪১৯৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২৫৩৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৪৩৫ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়