প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ০০:০০
শাহরাস্তিতে দৈনিক শপথ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল ২৫ আগস্ট বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। দৈনিক শপথের শাহরাস্তি ব্যুরো ইনচার্জ হাসানুজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক। বিশেষ অতিথি ছিলেন মেহার দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, সাংবাদিক মোঃ মঈনুল ইসলাম কাজল ও মহিলা কাউন্সিলর রাবেয়া বসরী বকুল।
উপস্থিত ছিলেন উপজেলা প্রতিনিধি ছিদ্দিকুর রহমান নয়ন, যুব মহিলা লীগ নেত্রী সামছুন নাহার, সাংবাদিক হাসান আহমেদ বাবলু, মোঃ আবু মুসা আল শিহাব প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।