প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের ১৫ আগস্টের কালরাত্রিতে যারা হত্যা করেছে তাদের আংশিক বিচার হয়েছে। কিন্তু এ হত্যার ষড়যন্ত্রের পর্দার অন্তরাল থেকে যারা নীল-নক্শা প্রণয়ন করেছে, জাতির পিতাকে সপরিবারে হত্যার পর যারা কুখ্যাত ইনডেমনিটি আইন প্রণয়ন করে হত্যার বিচার রোধ করে হত্যাকারীদের দেশে-বিদেশে পুনর্বাসন করেছে এবং হত্যাকাণ্ডের পিছনে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রকারী এবং তাদের কুশীলব ও সকল পরিকল্পনাকারীকে চিহ্নিত করে জীবিতদের বিচারের আওতায় আনা এবং যারা মারা গিয়েছে তাদের মরণোত্তর বিচারের জন্যে একটি শক্তিশালী কমিশন গঠনের দাবিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী সারাদেশের ৭৬টি সাংগঠনিক কমিটি ও বহির্বিশ্বের ৫০টি শাখা স্ব স্ব দেশের দূতাবাসে সকাল ১০টায় স্মারকলিপি প্রদান করেছে। তার অংশ হিসেবে বঙ্গবন্ধু ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্যা ও সদস্য আনিসুর রহমান, তাজুল ইসলাম এবং মামুন হাওলাদার।