প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
গতকাল বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাবেদ আহমেদ সুমন।
বক্তব্য রাখেন দাতা সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন খান, শিক্ষক মোঃ মোরশেদ আলম, জাকির হোসেন তালুকদার, নাছির পাটোয়ারী, অভিভাবক সদস্য বাবুল গাজী প্রমুখ।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মান্নান মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা মুসলিম খান, নাজিম উদ্দীন সোহাগ পাটোয়ারী, তাজুল ইসলাম মিয়াজী, হেলাল হোসেন মৃধা, ইকবাল মুন্সি, মেধা বিকাশ স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মিজানুর রহমানসহ অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কর্নার ও সততা স্টোরের উদ্বোধন করা হয়। পরে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক হাফেজ আহমেদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সর্বশেষ বিদ্যালয়ের ৩ বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাবেদ আহমেদ সুমন।