প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
হিলশা সিটি ওপেন স্কাউটস গ্রুপের শীতবস্ত্র বিতরণ
জেলা প্রশাসন চাঁদপুরের সহযোগিতায় ও হিলশা সিটি ওপেন স্কাউটস্ গ্রুপের ব্যবস্থাপনায় গত ১৪ জানুয়ারি চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ মাতব্বর বাড়ি রোড এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসন চাঁদপুর থেকে প্রাপ্ত ৫০টি কম্বল হিলশা সিটি ওপেন স্কাউটস গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ মাসুদ দেওয়ানের নেতৃত্বে এলাকার দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের কোষাধ্যক্ষ রাহাদ উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, ইউনিট লিডার মরিয়ম রাহা, মাহিদুর রহমান, জুবায়ের হোসেন ও উম্মে কুলসুম সেফা। শীতবস্ত্র বিতরণের জন্যে এলাকাবাসী জেলা প্রশাসক কামরুল হাসান ও হিলশা সিটি ওপেন স্কাউটস গ্রুপকে ধন্যবাদ জানান।