প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
দক্ষিণ আশ্বিনপুর সামাজিক ও মানবিক সংগঠনের কমিটি গঠন
মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ আশ্বিনপুর সামাজিক ও মানবিক সংগঠনের কেন্দ্রীয় ও প্রবাসী উপ-কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১ জানুয়ারি দক্ষিণ আশ্বিনপুরে সংগঠনের কার্যালয়ে সকল সদস্যের মতামতের ভিত্তিতে মোঃ মাহবুব প্রধানকে সভাপতি, মোঃ শফিকুল ইসলাম সোহাগ মিয়াজীকে সাধারণ সম্পাদক ও মোঃ মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় এবং প্রবাসী উপ-কমিটির মোঃ আকতার মিয়াজীকে সভাপতি, মোঃ মহসিন মিয়াজিকে সাধারণ সম্পাদক ও মোঃ বাবু প্রধানকে সাংগঠনিক সম্পাদক করে প্রবাসী উপ-কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ হারুন ও মোঃ আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন প্রধান, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত ইসমাঈল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাফিন মানিক, কোষাধ্যক্ষ মোঃ সোহান, প্রচার সম্পাদক মোঃ জাহিদ সহ-প্রচার সম্পাদক মোঃ সাগর, ইসরাফিল, তথ্য বিষয়ক সম্পাদক রিদয় প্রধান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শাওন বাবু।
প্রবাসী উপ-কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নূরআলম, সহ-সভাপতি মোঃ হামিদ, জাকির, কাউছার, মানিক, ইসমাইল, রাজিব ও হাবিবুর রহমান; সহ-সাধারণ সম্পাদক মোঃ শরিফ, নাজির, লিটন, লোকমান, অপু, বাপ্পি ও আকতার; সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাঈল, রাজিব, শুভ, শাকিল ও ফয়সাল, প্রচার সম্পাদক মোঃ ইমরান, সহ-প্রচার মোঃ আজহারুল ও ফাহিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ তুষার প্রধান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ রাসেল মিয়াজী ও মোঃ মাসুদ রানা নিলয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী সদস্য মোঃ রাসেল বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সমাজে মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। এছাড়া অসহায় মানুষকে সহায়তা করা, প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাহফিল, শীতকালে অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা, প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো, রমজান মাসে ইফতারসামগ্রী বিতরণ করা, দুই ঈদে অসহায় মানুষের ঈদসামগ্রী বিতরণ করা, সমাজের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা, অসহায় পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষার জন্যে সহযোগিতা করা, ভালো কাজের জন্যে সমাজের সকল মানুষকে উৎসাহিত করা ইত্যাদি আমাদের নিয়মিত কার্যক্রম রয়েছে। এ কাজগুলো বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।