প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
অ্যাডঃ আবদুল আউয়ালের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক এম. এন. এ. ও সাবেক এমপি মরহুম অ্যাডঃ আবদুল আউয়ালের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি বুধবার বাদ জোহর জেলা আইনজীবী সমিতির মসজিদে এ দোয়ার আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ. টি. এম. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাডঃ এ. জেড. এম. রফিকুল হাসান রিপন, সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলামসহ সমিতির অন্য আইনজীবীরা।