প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
দুঃস্থদের মাঝে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের কম্বল বিতরণ
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত ১৫ জানুয়ারি রাত ১২টায় চাঁদপুর শহরের বড়স্টেশন, কালীবাড়ি প্ল্যাটফর্মে অসহায় শীতার্তদের মাঝে এবং ক্লাবের আশেপাশের কয়েকজন বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের আরসিসি রোটারিয়ান ফুল মিয়া পিএইচএফ ও চাঁদপুর রোটারী ক্লাবের সচিব রোটারিয়ান উজ্জ্বল হোসাইন আরএফএসএম।
অতিথিরা বলেন, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব প্রতি বছর শীত মৌসুমে এই আয়োজনটি করে থাকে। তারা এই তীব্র শীতে শহরের তিন জায়গায় হেঁটে হেঁটে যে কম্বল বিতরণ করেছে তা সত্যিই অসাধারণ। কারণ রোটার্যাক্টরদের কাজই হচ্ছে মানব সেবায় নিজেকে নিয়োজিত করা।
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সভাপতি নাজমুর নাহারের সভাপতিত্বে ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোঃ আল-আমিন, রোঃ এনামুল ইসলাম সাব্বির, রোঃ দেলোয়ার হোসেন সুমন, ভাইস প্রেসিডেন্ট রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন, রোঃ আফজাল কাজী, সেক্রেটারী ব্যাভিনন্টন চন্দ্র কিরণ ও এডিটর রাকিব খান।