প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
কালিপুরে মানবিক ফাউন্ডেশনের এক হাজার কম্বল বিতরণ
মতলব উত্তরের কালিপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ জানুয়ারি শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনের সভাপতি শাহ জালাল প্রধান।
ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছমির আলী মেম্বার, মোহাম্মদ আলী প্রধান, মহিউদ্দিন প্রধান, কালিপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক লোকমান ঢালী, ডাঃ দিল মোহাম্মদ, জসীম উদ্দীন মেম্বার, ডাঃ মনির হোসেন, জাকির হোসেন মেম্বার, রবিউল আলম মুরশিদ, আব্দুর রহিম বাদশা, মুজিবুর রহমান, জামান ভূঁইয়া, সোহেল মিয়াজী, সজীব আহমেদ, আব্দুল কাদির, অভি তালুকদার, সুলতান মাহমুদ দিপু প্রমুখ।
মানবিক ফাউন্ডেশনের সভাপতি শাহ জালাল প্রধান বলেন, মানবিক ফাউন্ডেশনের উদ্দেশ্য হলো মানুষের সেবা করা, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, এলাকার উন্নয়নমূলক কাজ করা। আমরা বিভিন্ন এলাকায় রাস্তাঘাট সংস্কার করেছিলাম। করোনাকালীন মানুষের মাঝে ফ্রি অক্সিজেন সরবরাহ, বিভিন্ন বাজারে, স্কুলে ফ্রি মাস্ক ও পিপি সরবরাহ করেছিলাম।