বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

বাবুরহাট কলেজে ডিগ্রি ও অনার্স কোর্স চালুর বিষয়ে মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥
বাবুরহাট কলেজে ডিগ্রি ও অনার্স কোর্স চালুর বিষয়ে মতবিনিময় সভা

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় ১৮৯৯ সালে। জানা যায়, বিদ্যালয়ের জায়গা দান করেছিলেন সনাতন ধর্মের বর্ধন বংশের লোকজন। ৯৬ বছর পরে ১৯৯৫ সালে একাদশ শ্রেণিতে উন্নীত করে কলেজ শাখায় রূপান্তরিত করা হয়। যা বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ নামে সুনামের সাথে শিক্ষিত জাতি গঠনে ভূমিকা রেখে চলছে। তবে কালক্রমে উচ্চ শিক্ষা লাভের আশায় সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ বাবুরহাটের সমাজ সচেতন জনগণের প্রাণের দাবি, কলেজটিতে ডিগ্রি ও অনার্স কোর্সের শিক্ষাদান কার্যক্রম চালু করা হোক। গত ১৩ জানুয়ারি রাত ৮টায় বাবুরহাট ভূঁইয়া সুপার মার্কেটে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র ও শিক্ষকের উপস্থিতিতে একাদশ শ্রেণি থেকে বাবুরহাট কলেজ শাখাকে উচ্চ শিক্ষা লাভের জন্যে ডিগ্রি ও অনার্স কোর্স চালুর বিষয়ে প্রথম মতবিনিময় করা হয়।

এরপর ঐক্য প্রক্রিয়ার জন্যে গত ১৫ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং সচেতন নাগরিক সমাজ ব্যানারে বাবুরহাট কলেজে ডিগ্রি ও অনার্স কোর্স চালুর বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ হাফেজ খান।

সভায় উপস্থিত ছিলেন এবং সময়ে দাবি ও প্রাণের দাবি আদায়ের বিষয়ে জোরালোভাবে মত প্রকাশ করেন বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র ও সাবেক সিনিয়র শিক্ষক শহীদুল্লাহ্ খান, নবগঠিত বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সদস্য ও বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র গোলাম সারোয়ার রিপন সরকার, মোঃ মাসুদুর রহমান পালোয়ান মাসুদ, মোঃ আমিনুল ইসলাম খান (আমিন খান), প্রাক্তন গভর্নিং বডির সদস্য মোঃ সেলিম খান, শেখ সালমান, বাবুরহাটের সমাজ সচেতন ব্যক্তিত্ব সালাউদ্দিন জিন্নাহ, প্রাক্তন ছাত্র ও ৫০নং মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সুরঞ্জিত কর, হাজী আঃ করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীল, মোঃ আমিনুল ইসলাম আমিন মজুমদার, জেলা পরিষদের হিসাররক্ষ মোঃ ইকবাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম বেপারী রফিক, মোঃ মানিক খান, দেলোয়ার হোসেন খান, খোরশেদ আলম, মোঃ মাসুদ মাল, মামুন মাল, আলহাজ্ব মাইনুল ইসলাম মমিন, তাফাজ্জল হোসেন তাফু, মোঃ শাহজাহান মাল, আনোয়ার হোসেন, হাজী আঃ রহমান, গাজী মোঃ শাহাবুদ্দিন, শিপন মাল, মোঃ শহীদ, মোঃ হাসান মাল, মোঃ মনির হোসেন তালুকদার, সঞ্জীব চন্দ্র দে প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন সাংস্কৃতিক ও সংবাদ কর্মী পলাশ কুমার দে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ২০২৪ দৈনিক চাঁদপুর কণ্ঠের শিক্ষাঙ্গন পাতায় কবি ও লেখক, প্রাক্তন ছাত্র মোখলেছুর রহমান ভূঁইয়া ‘বাবুরহাট কলেজে ডিগ্রি ও অনার্স কোর্স চাই’ শিরোনামে একটি লেখা লিখেন, যাতে সময়োপযোগী যুক্তি তুলে ধরায় জনসচেতনতা সৃষ্টি হয় বাবুরহাটের সচেতন এলাকাবাসীর মাঝে। পরবর্তী মতবিনিময় সভার তারিখ নির্ধারণ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়