প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে বিক্রয়কালে জাটকা জব্দ
ফরিদগঞ্জে জাটকা রক্ষা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ১৬ জানুয়ারি মঙ্গলবার উপজেলা সদরের বাসস্ট্যান্ড, গাজীপুর বাজার, ফরিদগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা বলেন, জাটকা রক্ষার স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্স ও মৎস্য বিভাগের দায়িত্বরত অন্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশগ্রহণ করেন।