প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিশ্বশান্তি কামনায় ঘোষপাড়ায় হরিনাম কীর্তন সম্পন্ন
বিশ্বশান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় চাঁদপুর নতুনবাজার ঘোষপাড়ায় শ্রী শ্রী হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হরিনাম কীর্তন সম্পন্ন হয়েছে। গত ১০ জানুয়ারি রাত ৯টায় হরিনাম মহাযজ্ঞের অধিবাস এবং নিশিরাতে শ্রী শ্রী কালীপূজার মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা হয়। গতকাল ১৫ জানুয়ারি সোমবার প্রভাতে নামযজ্ঞ সমাপনান্তে নগর কীর্তন, জলকেলী ও শান্তি আশীর্বাদ প্রদান এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। কীর্তন চলাকালীন উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। তারা অনুষ্ঠানস্থলে কিছু সময় অবস্থানপূর্বক ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। তারা উৎসব কমিটিকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক দেশের কল্যাণ কামনায় এমন সুন্দর অনুষ্ঠানের জন্যে সন্তোষ প্রকাশ করেন। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, সদস্য চন্দ্রনাথ ঘোষ চন্দন, মানিক ঘোষ, শ্রীগুরু ঘোষ, গৌতম কুমার ঘোষ, সুকান্ত ঘোষ, জেলা শারদাঞ্জলি ফোরামের সভাপতি রিপন সাহা, সদস্য কানাই পোদ্দার, গণেশ দাস, দুলাল সাহা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বৃন্দাবন সম্প্রদায়, ব্রজ গোপাল সম্প্রদায়, গুরুভাই সম্প্রদায়, সোনার গৌর সুদর্শন সম্প্রদায়, গৌর নিতাই সম্প্রদায় ও যোগমায়া সস্প্রদায় হরিনাম কীর্তন পরিবেশন করেন। উৎসবে ব্যাপক ভক্ত সমাবেশ পরিলক্ষিত হয়।
শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হওয়ায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উৎসব কমিটির সভাপতি হরিগোপাল ঘোষ ও সাধারণ সস্পাদক লায়ন দিলীপ কুমার ঘোষ।