প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
সব্দার খান সপ্রাবির প্রাক্ প্রাথমিক শ্রেণির নবীনবরণ
চাঁদপুর শহরের সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্ প্রাথমিক শ্রেণির শিশু শিক্ষার্থীদের নবীনবরণ ও ওয়েলকাম ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল ১৫ জানুয়ারি সোমবার সকাল ১০টায় আনন্দঘন পরিবেশে ফিতা কেটে শিশু শ্রেণির ক্লাস কক্ষ উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ শিশির ও শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি মোঃ নুরুল আলম খান পলাশ। পরে শিশুদের নিয়ে কেক কাটা হয়। স্কুলের প্রধান শিক্ষক সোহাগ প্রধানিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। পরে প্রাক্ প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কেক, চকলেট ও নানা রকমের পিঠা তুলে দেন স্কুলের শিক্ষিকাবৃন্দ। জাঁকজমক এ অনুষ্ঠানে সহযোগিতা করায় অভিভাবকসহ অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্কুলের প্রধান শিক্ষক।