প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের ফ্যামিলি ডে উদযাপন
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের ফ্যামিলি ডে উদযাপন করা হয়েছে। ১৩ জানুয়ারি শনিবার ভাইস প্রেসিডেন্ট ডালিয়া খানমের পুরাণবাজারস্থ নিজ বাসভবনে ক্লাবের সদস্যদের পরিবার নিয়ে এ আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ নাছির উদ্দিন আহমেদ পিএইচএফ।
প্রধান অতিথি বলেন, আপনারা আজ আমার বাসায় আপনাদের ফ্যামিলিদের নিয়ে দিনটি উদযাপন করেছেন বলে আমি অত্যন্ত খুশি। আমার সহধর্মিণী আপনাদের ক্লাবের একজন সদস্য। আমি তাকে দেখেই বুঝতে পারি তিনি এই ক্লাবটির জন্যে কত নিবেদিত। আপনাদের এই ক্লাবটি আরো বহু বছর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
ক্লাবের সভাপতি মিতু আক্তারের সভাপতিত্বে ফ্যামিলি ডেতে অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি মাহমুদা খানম, তাসনুভা রহমান তন্বী, মুক্তা পীযূষ, তাসলিমা সুলতানা মুন্নী, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, ট্রেজারার নাছরিন আক্তার, আইএসও ফাহমিদা খানম, সদস্য রুবিনা মরিয়ম, খোদেজা বেগম, প্রীতি সাহা, জান্নাতুল ফেরদৌস, মঞ্জু ঘোষসহ অন্যান্য সদস্য তাদের পরিবারসহ উপস্থিত ছিলেন।
এদিন ক্লাবের সদস্যরা বিভিন্ন খেলাধুলা, প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নৃত্য, গান, আড্ডা, মধ্যাহ্নভোজ এবং সন্ধ্যার নাস্তার মাধ্যমে দিনটি উপভোগ করেন। কবিতা আবৃত্তি করেন মরিয়ম আক্তার নিপা এবং নৃত্য পরিবেশন করেন মালিহা। এছাড়া প্রধান অতিথির গান পরিবেশনের মাধ্যমে একটি আনন্দঘন পরিবেশের মাধ্যমে ফ্যামিলি ডেটি শেষ হয়।