বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে কড়ৈতলী এ কে সিনিয়র আলিম মাদ্রাসার নূরানী হিফজ ও এতিমখানার উদ্বোধন

শামীম হাসান ॥
ফরিদগঞ্জে কড়ৈতলী এ কে সিনিয়র আলিম মাদ্রাসার নূরানী হিফজ ও এতিমখানার উদ্বোধন

কড়ৈতলী এ কে সিনিয়র আলিম মাদ্রাসার নূরানী হিফজ ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। ১৩ জানুয়ারি শনিবার সকালে মাদ্রাসাটির হলরুমে মাদ্রাসার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও ইংরেজি বিষয়ের প্রভাষক মাসুদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ গিয়াস উদ্দিন। এ সময় তিনি বলেন, প্রকৃত মুসলমান হতে হলে আমাদের সন্তানদের পরিপূর্ণ কোরআন শিক্ষা দিতে হবে। মৃত্যুর পর একমাত্র সদকায়ে জারিয়া আমাদের কাজে লাগে। সন্তানকে কোরআনের আলোয় আলোকিত করে নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারলে এই সন্তানের কারণে আমার আপনার মৃত্যুর পরও সদকায়ে জারিয়া পাওয়া সম্ভব হবে।

নূরানী হিফজ ও এতিমখানার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মাওলানা মোঃ নূরুল ইসলাম খান, মাদ্রাসাটির সহকারী অধ্যাপক জাকির হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধনী আলোচনা শেষে নূরানী হিফজ ও এতিমখানা উদ্বোধনী ব্যাচের শিশু শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মোঃ গিয়াস উদ্দিন।

উপস্থিত ছিলেন ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম, অভিভাবক সদস্য দুলাল হোসেন, জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়