প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের শীতবস্ত্র বিতরণ
চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদ ও বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি চারুকলা একাডেমির আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
গতকাল ১৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের সভাপতি চিত্রশিল্পী অজিত দত্ত, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, কার্যকরী কমিটির সদস্য শৈবাল মজুমদার, নূরে আলম প্রমুখ।