বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০

শাহতলী জিলানী চিশতী কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
শাহতলী জিলানী চিশতী কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কলেজের সভাকক্ষে কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ কলেজটি সদরের প্রথম বেসরকারি কলেজ। কলেজটি নারী শিক্ষায় অত্র অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বছর এইচএসসি পরীক্ষায় সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। ৭জন জিপিএ-৫ পেয়েছে। আমি অধ্যক্ষসহ শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি। ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। প্রতিটি শিক্ষার্থীদের পড়াশুনার তথ্য অভিভাবকদের জানাতে হবে। শিক্ষার উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। অর্থের জন্যে কোন শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ করা যাবে না। আমি গরিব ও মেধাবী শিক্ষার্থীর পাশে আছি এবং থাকবো। সবধরনের সহযোগিতা করবো। ঝরে পড়া রোধ করতে হবে।

সভায় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় (৭৮.৮৬%) ৭জন জিপিএ-৫সহ সাফল্যজনক ফলাফল অর্জন করায় কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ সহ শিক্ষকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক কামরুল হাসান, সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক নুরুন্নাহার বেগম, জ্যেষ্ঠ প্রভাষক ফারজানা আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ জিয়াউর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ হানিফ মিয়া, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মোঃ হাবিবুর রহমান, প্রভাষক মোঃ মানিক মিয়া, প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন, প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, প্রভাষক ফরিদা ইয়াছমিন, সহকারী শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, অফিস সহকারী মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ।

মতবিনিময় সভার পূর্বে সকাল সাড়ে ১০টায় কলেজের সভাকক্ষে কলেজ গভর্নিং বডির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সভায় শিক্ষার মান উন্নয়ন, অবসরপ্রাপ্ত দু'জন সহকারী অধ্যাপকের অবসর ও কল্যাণ সুবিধা প্রাপ্তির বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, বিদ্যোৎসাহী সদস্য মোঃ আবুল কালাম আজাদ, শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ মুঞ্জুর হোসেন পাটওয়ারী, শিক্ষক প্রতিনিধি সদস্য হালিমা আক্তারসহ অন্যান্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়