শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

ঘুষ ছাড়া মিলছে না কৃষি ঋণ

মতলবে সোনালী ব্যাংকে কৃষি ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলবে সোনালী ব্যাংকে কৃষি ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ

মতলব দক্ষিণ উপজেলায় সোনালী ব্যাংক শাখায় কৃষি ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঘুষ ছাড়া মিলছে না কৃষি ঋণ। এমন অভিযোগ উঠেছে কৃষি ঋণ বিতরণ কর্মকর্তা মোস্তফা কামালের বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, ঋণ বিতরণের সময় ঘুষের টাকা রেখেই বাকি টাকা কৃষকদের দেয়া হচ্ছে।

নবকলস গ্রামের জসীম উদ্দীন জানান, ৫০ হাজার টাকার কৃষি ঋণ পেতে তাকে ১৩ হাজার ৫০০ টাকার ঘুষ দিতে হয়েছে। ঋণ বিতরণের সময় ঋণ বিতরণ কর্মকর্তা মোস্তফা কামাল নিজ হাতে ঘুষের টাকা কেটে রেখে বাকি ৩৬ হাজার ৫০০ টাকা তাকে দিয়েছেন। একই অভিযোগ নবকলস গ্রামের আলমগীর হোসেনের।

অপরদিকে ঘুষ দিতে অস্বীকার করায় ঋণ পাননি একই গ্রামের ইসমাইল হোসেন। তিনি জানান, ৫০ হাজার টাকা ঋণ নিতে তার কাছ থেকে ১৩ হাজার টাকা ঘুষ চায় ব্যাংক কর্মকর্তা মোস্তফা কামাল। তিনি ঘুষ না দেয়ায় তাকে ঋণ দেয়া হয়নি।

সোনালী ব্যাংকের ঋণ বিতরণ কর্মকর্তা মোস্তফা কামালের কাছে এ বিষয়ে জানতে চাইলে পরোক্ষভাবে ঘুষ নেয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, আমি সরাসরি কৃষকের কাছ থেকে ঘুষের টাকা নেই না। দালালের মাধ্যমে ২-৩ হাজার টাকা নিয়েছি।

ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে সোনালী ব্যাংকের মতলবগঞ্জ শাখায় ১ কোটি ৬৮ লক্ষ টাকার কৃষি ঋণ বিতরণের জন্যে বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে ২ জানুয়ারি পর্যন্ত ২০২ জন কৃষকের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে ১ কোটি ৯ লক্ষ টাকা।

ভুক্তভোগী কৃষকরা জানান, মোস্তফা কামাল উপজেলার বিভিন্ন স্থানে দালাল নিয়োগ করে রেখেছেন। দালালদের মাধ্যমে তার কাছে আসতে হয়। দালাল ছাড়া শত চেষ্টা করেও ঋণ পাওয়া যায় না। কৃষকরা আরো জানান, ঋণ বিতরণের সময় ভাউচারে স্বাক্ষর নিয়ে নিজেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। তারপর ঘুষের টাকা নিজের হাতে কেটে রেখে বাকি টাকা কৃষকদের হাতে দেন।

এ ব্যাপারে সোনালী ব্যাংক মতলবগঞ্জ শাখার ব্যবস্থাপক জোবায়েত উল্লাহ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়