মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে শিশুদের অভিভাবকরা চিকিৎসকদের পরামর্শ মতে সচেতন হতে হবে

--------উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে শিশুদের অভিভাবকরা চিকিৎসকদের পরামর্শ মতে সচেতন হতে হবে

সারাদেশের ন্যায় ফরিদগঞ্জে ১২ ডিসেম্বর ৬ মাস থেকে ১১ মাস ও ১ বছর ৫ বছরের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করতে গতকাল রোববার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরীর সভাপ্রধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ। তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে পিতা-মাতাসহ সকলকে সচেতন হতে হবে। আমরা পূর্বে দেখেছি, শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলাকালে কুচক্রি মহল গুজব রটিয়ে শিশুদের অভিভাবকদের মনে আতঙ্ক ছড়িয়ে দেয়। কুচক্রি মহলের গুজবে কান না দিয়ে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে। প্রয়োজনে কুচক্রি মহলকে আইনের আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্ট প্রশাসনকে সহায়তা করতে হবে। কোনো শিশু যেনো ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না যায় সে বিষয়ে অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতনদের খেয়াল রাখতে হবে।

বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মুজাম্মেল হোসেন, ডাঃ খালেদ ভূঁইয়া, ডাঃ মাকসুদুল হাসান, থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রুবেল ফরায়েজী, ইপিআই কর্মকর্তা মোঃ নূরুল আমিন প্রমুখ। এ সময় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারী, হাসপাতালের সেবিকাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়