প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বিজয় দিবস উপলক্ষে অংশ নিয়েছে ৮ স্কুল
চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃস্কুল হ্যান্ডবল বালিকা টুর্নামেন্ট
বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে মাধ্যমিক পর্যায়ের আন্তঃ স্কুল বালিকা হ্যান্ডবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নিয়েছে চাঁদপুর সদরের ৮টি বিদ্যালয়। উদ্বোধনী ম্যাচে জয়লাভ করে বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমী। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হলেও খেলা শুরু হয় ১ দিন পর। টুর্নামেন্টের উদ্বোধন কিংবা খেলা শুরুর দিন জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল উপ-কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপ-কমিটির কাউকেই মাঠে দেখা যায়নি।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১০ ডিসেম্বর রোববার বিকেলে উদ্বোধনী খেলায় অংশ নেয় চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়নের বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমী ও ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়। খেলায় ষোলঘর উচ্চ বিদ্যালয়ের সাথে মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমী ৭-০ সেটে জয়লাভ করে। খেলার ফিকশ্চার অনুযায়ী আজ সকাল সাড়ে ১০টায় খেলবে হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় বনাম হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, সকাল সাড়ে ১১টায় খেলবে পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় বনাম পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং দুপুর সাড়ে ১২টায় খেলবে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বনাম আক্কাছ আলী রেলওয়ে একাডেমী।
রোববার খেলার শুরুতেই মাঠে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, কার্যকরী কমিটির সদস্য ও সাবেক ফুটবলার মনোয়ার চৌধুরীসহ টুর্নামেন্টের প্রথম খেলায় অংশ নেয়া দুদলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ। খেলার ফিকশ্চার অনুযায়ী দুটি দলে অংশ নিয়েছে ৮টি দল। ক গ্রুপে রয়েছে বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমী, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। খ গ্রুপে অংশ নেয়া দলগুলো হলো : ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়, পুরাণবাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও আক্কাছ আলী রেলওয়ে একাডেমী। নক আউট পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। এতে করে অংশ নেয়া দলগুলোর খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতে পারছে না।