মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

গনি-আয়েশা ফাউন্ডেশনের শিক্ষা ভাতা প্রদান

অনলাইন ডেস্ক
গনি-আয়েশা ফাউন্ডেশনের শিক্ষা ভাতা প্রদান

গনি-আয়েশা ফাউন্ডেশন ঘোষিত মাসিক শিক্ষা ভাতার দুমাসের নগদ টাকা হস্তান্তর করা হয়েছে। ৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুরস্থ বাবুরহাট সরকারি শিশু পরিবার মিলনায়তনে সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব শেষে মেধাবী শিক্ষার্থী পুরাণবাজার ডিগ্রি কলেজে অনার্স (ইংরেজি) পড়ুয়া শিক্ষার্থী রহিমা আক্তারকে দুমাস (নভেম্বর ও ডিসেম্বর)-এর শিক্ষা ভাতা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, বাবুরহাট সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আলপনা চাকমা, বাংলাদেশ প্রতিদিন ও একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেনসহ শিশু পরিবারের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, গত ২১ আগস্ট গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে বাবুরহাট শিশু পরিবার মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সংক্রান্ত অনাড়ম্বর অনুষ্ঠানে সংস্থার সম্মানিত সদস্য ইংল্যান্ড প্রবাসী ব্যারিস্টার জাহানারা বেগম (বিথী) শিশু পরিবারের বাসিন্দা পুরাণবাজার ডিগ্রি কলেজে অনার্স (ইংরেজী) পড়ুয়া শিক্ষার্থী রহিমা আক্তারকে সেপ্টেম্বর মাস থেকে মাসিক শিক্ষা ভাতা প্রদানের ঘোষণা দেন। সেদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা উপ-পরিচালক রজত শুভ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান, রেজিস্ট্রেশন অফিসার মনিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত ও ইংল্যান্ড প্রবাসী ব্যাংকার সেকান্দর আলী গাজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়