প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০

৩ নভেম্বর শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতীয় মহাসমাবেশ করে চরমোনাই পীরের দল বাংলাদেশ ইসলামী আন্দোলন। এই সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর থেকে দলটির হাজার হাজার নেতা-কর্মী শেখ মোঃ জয়নালসহ উপস্থিত ছিলেন সেখানে। ছবিতে জাতীয় মহাসমাবেশে যোগ দিতে ঢাকার রাজপথে সভাপতি শেখ মুহা জয়নাল আবেদীন ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানীর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার মিছিলের একাংশ দেখা যাচ্ছে।