প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০০:১৩
আশুলিয়ায় ভুয়া পরিচয়ে থানায় গিয়ে অসদাচরণ: বিএনপি নেতার আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান
ওসিকে রিজভীর ফোন

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলুর সঙ্গে ভুয়া পরিচয়ে অসদাচরণের অভিযোগ উঠেছে সুমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সুমন বিএনপি অফিসের পিয়ন পরিচয় দিয়ে ওসিকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এ ঘটনায় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
|আরো খবর
ঘটনার বিবরণ:
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে আশুলিয়া থানায় এ ঘটনা ঘটে। সুমন নিজেকে বিএনপি দপ্তরের পিয়ন পরিচয় দিয়ে ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুর সঙ্গে কথা বলতে আসেন। তিনি বিএনপি দপ্তর থেকে তথ্য পাঠানোর কথা বলে ওসিকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে, গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখে সুমন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
বিএনপি নেতার প্রতিক্রিয়া:
ঘটনার পর রুহুল কবির রিজভী বিএনপি দপ্তর থেকে তথ্য নিয়ে নিশ্চিত হন যে, সুমন ভুয়া পরিচয়ে থানায় গিয়ে এমন অপকর্ম করেছেন। তিনি এরপর আশুলিয়া থানার ওসিকে ফোন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এবং পুলিশ কর্মকর্তার সঙ্গে অসদাচরণের জন্য দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
ওসি’র মন্তব্য:
ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, "আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম, এমন সময় ওই ব্যক্তি এসে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পরে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখে তিনি পালিয়ে যান।"
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ:
এদিকে, আশুলিয়ায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। আশুলিয়া থানা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল গফুর মিয়া অভিযোগ করেন, স্থানীয় একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করছে। তিনি এসব মামলাকে হয়রানিমূলক দাবি করে অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।
আশুলিয়ায় ভুয়া পরিচয়ে থানায় গিয়ে অসদাচরণের এ ঘটনা এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে স্থানীয় রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু তদন্ত ও যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।
ডিসিকে/এমজেডএইচ