প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ২৩:৪৪
চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক মিলাদ দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র রমজানের তৃতীয় দিনে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) বাদ আসর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনায় এই আয়োজন করা হয়।
চাঁদপুর শহরের মমিনপাড়া (জিয়া ছাত্রাবাস সংলগ্ন) আলিফ জমজম টাওয়ারের পৃষ্ঠপোষকতায় প্রেসক্লাবের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা খাজা ওয়ালীউল্লাহ।
দোয়া ও ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর আর্মি ক্যাম্পের প্রধান লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন পিএসসি, পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের সিইও মনোয়ার হোসেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, জেলা জামায়াতে আমির হোসেন মিয়াজী, জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি শেখ মো. জয়নাল আবেদিনসহ আলেম-ওলামাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সর্বস্তরের সুধীজন, পেশাজীবী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। এ সময় প্রেসক্লাবের কর্মকর্তা এবং সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।