বুধবার, ০৫ মার্চ, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ২৩:২৪

অধ্যক্ষ আবু জাফর মাঈনুদ্দিনের চেহলামে হাজারো রোজাদারের অংশগ্রহণ

অধ্যক্ষ আবু জাফর মাঈনুদ্দিনের চেহলামে হাজারো রোজাদারের অংশগ্রহণ
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মরহুম আবু জাফর মোঃ মাঈনুদ্দিনের চেহলাম উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (৩ মার্চ ২০২৫, ২ রমজান) বিকেলে রামপুর মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরের পর থেকে কোরআন তিলাওয়াত, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন, খতমে গাউছিয়া অনুষ্ঠিত হয়। আছরের নামাজের পর রমজানের তাৎপর্য এবং আবু জাফর মোঃ মাঈনুদ্দিনের কর্মময় জীবনের উপর আলোচনা করেন সাদ্রা দরবার শরীফের পীর সাহেব আল্লামা জাকারিয়া আল-মাদানী। এরপর মিলাদ কিয়াম অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন রামপুর আদর্শ আলিম মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাও. এএইচএম আহসান উল্লাহ। এছাড়া চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, গাউছিয়া কমিটি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও যুবসেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এই মিলাদ ও ইফতার মাহফিলে সহস্রাধিক রোজাদার মুসল্লি অংশ নেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আল্লামা জাকারিয়া আল-মাদানী। সবশেষে সকলকে ইফতার করানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়