প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ২৩:২১
হাইমচরে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিএনপি নেতা ওয়াসীম পাটোয়ারী

মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) দুপুর ২টায় হাইমচরের ২নং উত্তর আলগী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে যান চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসীম পাটোয়ারী।
সোমবার রাত সাড়ে ১১টায় হাইমচরের ২নং উত্তর আলগী ইউনিয়নের কেভিএন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে ২৫ টি দোকান পুড়ে যায় এবং ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মূলত অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুতের গাফিলতিকে দায়ী করে ব্যবসায়ীরা বলেন, অগ্নিকাণ্ডের সাথে সাথে আমরা স্থানীয় বিদ্যুৎ অফিস এবং ফায়ার সার্ভিসকে জানাই। কিন্তু বিদ্যুৎ অফিস বিদ্যুৎ লাইন বন্ধ করতে বিলম্ব করে এবং ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে আসতে দেরি করে। এতে নিমিষেই দোকানগুলো পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আরো বলেন, আগুন যেভাবে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে, তাতে মনে হয় এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন নয় বরং গান পাউডার বা অন্য রাসায়নিক ছিটিয়ে পরিকল্পিতভাবে লাগানো আগুন। ব্যবসায়ীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
অগ্নিকাণ্ডের ঘটনা শুনে মঙ্গলবার বিএনপি নেতা রাফিউস শাহাদাত ওয়াসীম পাটোয়ারী ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান। এ সময় তিনি বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে এই ধরনের ঘটনা ব্যবসায়ীদের জন্যে খুবই হতাশাজনক। তাই তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় জেলা প্রশাসন, ব্যবসায়ী সমিতির নেতাদেরসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।