রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুর গ্রামে সরকারি সম্পত্তি দখল
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে সরকারি সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, সরকারি সম্পত্তি দখল করে একই এলাকার অলিউল্লাহ বেপারীর ছেলে শাহাদাত বেপারী দোকান নির্মাণ কাজ করেন। গত রোববার ইটের সুড়কি ফেলে বাউন্ডারী দেয়া স্থান ভরাট করেন। পূর্বে এ জায়গায় বাউন্ডারী দেয়াল নির্মাণ করতে গেলে বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা গিয়ে দেয়াল ভেঙ্গে দেন। তারপরও তিনি পুনরায় দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কথা হলো, শাহাদাত বেপারীর খুঁটির জোর কোথায়? এর আগে মৃত মুকবুল বেপারীর ছেলে প্রবাসী কবির বেপারী সরকারি সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করেন। ওই সময়ও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। যার ফলে শাহাদাত বেপারী কবির বেপারীর উত্তর পাশ দিয়ে সরকারি সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করতে সাহস করেন। একটি সূত্র জানায়, প্রবাসী কবির বেপারী শাহাদাত বেপারীর মাধ্যমে দোকান নির্মাণ কাজ করেন।

সরকারি সম্পত্তি রক্ষা করার জন্যে প্রশাসন আইনগত ব্যবস্থা নিবেন বলে সচেতন এলাকাবাসীর প্রত্যাশা। এ ব্যাপার বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহানা আক্তার বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি এবং মালামাল জব্দ করে নিয়ে আসি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়