রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০০:০০

কচুয়ায় ৪১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ
মোহাম্মদ মহিউদ্দিন ॥

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ পূজাকে সামনে রেখে এ বছর উপজেলার পূজা মণ্ডপে দেবী মায়ের ভক্তদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শনিবার মহালয়ার মাধ্যমে দেবীদুর্গা পা রাখেন মর্ত্যলোকে। আর একেবারে শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে দেবীকে সাজিয়ে তুলতে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। আর মাত্র ৫ দিন পর ২০ অক্টোবর ষষ্ঠীতে হবে দেবীর বোধন, ২১ অক্টোবর মহাসপ্তমী, ২২ অক্টোবর মহাষ্টমী, ২৩ অক্টোবর মহানবমী ও ২৪ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। এ বছর দেবীর আগমন হবে ঘোটকে এবং গমন করবেন ঘোটকে করেই।

পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ৪১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে প্রাচীন পূজা মণ্ডপ হচ্ছে উপজেলা পরিষদ সংলগ্ন কোয়া পোদ্দার বাড়ির সর্বজনীন দুর্গামণ্ডপ। এ বছর এই মণ্ডপে ১৪৩তম শারদীয় দুর্গোৎসব উদযাপিত হতে যাচ্ছে।

প্রতিমা শিল্পী নন্দ ও কালু গোস্বামীর সাথে কথা বলে জানা যায়, শেষ মুহূর্তে এসে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। ব্যস্ততায় দম ফেলার সুযোগ নেই। রঙের ছোঁয়ায় প্রতিমাকে সাজিয়ে তোলা হচ্ছে। দেবীকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারলেই কাজ করে নিজেদের স্বস্তি আসবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপু ও সাধারণ সম্পাদক বিকাশ সাহা জানান, উপজেলার ৪১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিল্পীরা শেষ মুহূর্তের কাজ করছেন। আগামী দুই-এক দিনের মধ্যে তা সম্পন্ন হয়ে যাবে। প্রশাসনের কাছ থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। আশা করছি ভালোভাবে পূজা সম্পন্ন হবে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, উপজেলার ৪১টি পূজা মণ্ডপে স্ষ্ঠুু ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে যে কোনো অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর সর্বজনীন উৎসব করতে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়