প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০ বছর পথচলার আনন্দে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবের ৫ম দিন রোববার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে মুন্সিগঞ্জ হিরণ-কিরণ থিয়েটারের নাটক ‘অবচিত’। রচনায় জাহাঙ্গীর আলম ঢালী ও নির্দেশনায় ছিলেন মোহাম্মদ শামীম শেখ। নাটকের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক। সংবর্ধিত অতিথি ছিলেন অ্যাডঃ ইয়াছিন আরাফাত ইকরাম। সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পরিষদের সমন্বয়কারী বিপ্লব সরকার।
আজ ৬ষ্ঠ দিন মঞ্চস্থ হবে রাঙ্গামাটি তৈনগাঙ থিয়েটারের নাটক ‘রত্নমালা’। রচনা ও নির্দেশনায় আশিক সুমন। সন্ধ্যা ৭টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে।