প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে প্রেরণের দাবিতে চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা জজ আদালতের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ কামাল হোসেন, সংগঠনের নেতা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ আব্দুল মান্নান মিয়াজী, অ্যাডঃ আতিকুর রহমান হাওলাদার, অ্যাডঃ মাহমুদুল হাসান কবির, অ্যাডঃ মোজাহেদুল ইসলাম সাদ্দাম, অ্যাডঃ দেলোয়ার হোসেন, অ্যাডঃ কামরুল হাসান প্রধান, অ্যাডঃ আবুল হাসানাত বেপারী, অ্যাডঃ আলাউদ্দিন সৈকত প্রমুখ।