রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০

ঐক্যবদ্ধ হয়েই আমরা ফরিদগঞ্জে নৌকার জয় নিশ্চিত করবো
প্রবীর চক্রবর্তী ॥

জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান হয়। বাসস্ট্যান্ডস্থ শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজীর সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মীদের অবদান অস্বীকার্য। শ্রমিক লীগের নেতৃত্বে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সাথে সাথে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে।

তিনি বলেন, সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গত প্রায় ১৫ বছরে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ যেভাবে এগিয়েছে, সেই ধারাবাহিকতায় ফরিদগঞ্জেও উন্নয়ন হয়েছে। সড়ক যোগাযোগসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ সুউচ্চ ভবন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিপুল সংখ্যক জনগোষ্ঠী ভাতা সুবিধা পাচ্ছে। জনগণ এই উন্নয়নের জবাব ভোটের মাধ্যমেই দিবে।

তিনি বলেন, মনোনয়ন প্রত্যাশী অনেক হলেও ফরিদগঞ্জে নৌকার প্রশ্নে আমারা এক ও ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে দল যাকেই নৌকা নিয়ে পাঠাবেন, আমরা তার পক্ষে কাজ করবো। সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করবো।

শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহআলম মিয়াজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার প্রমুখ। বক্তব্য রাখেন পৌর শ্রমিক লীগের সভাপতি কাজী কাউছার, উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক সুমন হোসেন, বালিথুবা পূর্ব ইউনিয়ন শ্রমিক লীগের তাজুল ইসলাম, খলিলুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়