প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০
বিসিক জেলা কার্যালয়, চাঁদপুর কর্তৃক আয়োজিত ৫ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স-২০২৩’-এর চতুর্থ দিনে ১১ অক্টোবর ‘বিএসটিআইয়ের পরিচিতি ও সেবাসমূহ’ প্রতিপাদ্যের উপর একটি সেশন পরিচালনা করা হয়। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকার জন্যে বিসিক জেলা কার্যালয় থেকে আমন্ত্রণ জানানো হলে চাঁদপুরের দায়িত্বে থাকা বিএসটিআই কর্মকর্তা (কুমিল্লা অফিস) মোঃ আমিনুল ইসলাম শাকিল সেশনটি পরিচালনা করেন। এক ঘণ্টাব্যাপী এই সেশনে বিএসটিআই’র কার্যক্রম, বাধ্যতামূলক পণ্যসমূহ, বিডিএস, সিএম লাইসেন্স, মোড়কজাত নিবন্ধন সনদ, হালাল সার্টিফিকেট, লাইসেন্স প্রাপ্তির ধাপসমূহ, লাইসেন্স গ্রহণের জন্যে প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স ফি নির্ধারণের পদ্ধতি ইত্যাদি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। সেশনের শেষের দিকে ২০ মিনিটের একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব ছিলো, যেখানে প্রশিক্ষণার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সমাপ্তিতে বিসিক জেলা কার্যালয়, চাঁদপুরের পক্ষ থেকে বিএসটিআই’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।