প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম হাজী মোঃ আব্দুল হাদী মিয়ার কবর জিয়ারত করেছেন হাজীগঞ্জ শাহরাস্তি সংসদীয় আসনের এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। গত ১৩ অক্টোবর আসর নামাজের পর মরহুমের নিজ বাড়ি পূর্ব রাজারগাঁও কবিরাজ বাড়িতে কবর জিয়ারত করতে যান এবং মরহুমের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সাবেক প্যানাল চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন, হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম রহমান গোলাপ, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এম আনিসুজ্জামান শিশির, ১২নং দ্বাদশ গ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের প্রধানীয়া, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক হান্নান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম প্রধানিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, মোঃ শফিকুল ইসলাম, রাজারগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর কাজী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কেএম ফয়েজ বাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ মুন্সি, রাজারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সোহাগ আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল মজুমদার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আনিছুর রহমান। এ সময় হাজীগঞ্জ উপজেলা ও রাজারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।