প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৫ আগস্ট সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর ম্যুরালে চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি শাহআলম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিজি, সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুর রহমান বেপারী, সহ-সভাপতি নাছির কবিরাজ, সাধারণ সম্পাদক আঃ খালেক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, আলী আহমেদ মাল, চাঁদপুর পৌর মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মোখলেছ মল্লিক, সহ-সাধারণ সম্পাদক কাশেম দর্জি, সদস্য আমির হামজা মাঝি প্রমুখ।