প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০
২০০৫ সালের ১৭ আগস্ট চাঁদপুর জেলাসহ দেশের ৬৩টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ফরিদগঞ্জে জঙ্গিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ গেটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছার উল আলম কামরুলের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান ও সহ-সভাপতি এমরান হোসেন মিলন।
উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রসু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম পাটোয়ারী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নন্দন চন্দ্র জয়, দপ্তর সম্পাদক বিল্লাল তপাদার, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাইনউদ্দিন শরীফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত উল্যা মিন্টু, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক মোশারফ হোসেন, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এইচএম মুহিত, ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক ইসহাক মাস্টার, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।