মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০

বর্তমান সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মাতৃছায়া একতা সংঘের ৫বছর পূর্তি উপলক্ষে প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাঃ এস. এম. আলী আহাম্মদ, ধানমন্ডি আল-মানার হাসপাতালের চিকিৎসক ডাঃ তানিয়া আহমদ জেবা, বগুড়ার জেনারেল প্র্যাকটিশনার এফ.টি. টিএমএসওএস মেডিকেল কলেজ এন্ড রাফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ আবু সায়েম, সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয় (ঢাকা)-এর আই কেয়ার ফাউন্ডেশনের ওপিটি এম. এ. আলিম।

মাতৃছায়া একতা সংঘের সভাপতি আল আমিন ফরাজির সভাপতিত্বে চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করেন ছেংগারচর পৌর মেয়র লায়ন আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকার।

তিনি বলেন, মানুষের মন থাকলে যে সমাজসেবা করা যায়, আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প তার উদাহরণ। বিনামূল্যে এ ধরনের সেবা করার মত মানুষ পাওয়া দুষ্কর। আমি মাতৃছায়া একতা সংঘের সফলতা কামনা করছি, তারা যেন প্রতিবছর এ রকম আয়োজন করতে পারে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা সেবার মান বাড়াতে এ সরকার সহযোগিতা করছে।

নারায়ণগঞ্জ মেডিভিশন আই হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ এস এম আলী আহাম্মদ, ডাঃ তানজিয়া আহম্মেদ জেবা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, ছেংগারচর পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আমান উল্লাহ সরকার প্রমুখ।

এ সময় মাতৃছায়া একতা সংঘের সদস্য ফজলুল হক, বাবু সরকার, নিশাত জাহান, হাছিনা আকতার (রুনা), সজিব, মোশাররফ, সাব্বির, আল আমিন, সোহেলসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়