মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০১:৫১

কক্সবাজারে মার্কিন নারী শ্লীলতাহানির শিকার

'গ্রেপ্তার 'ছুইল্লা তারেক'—

"এক ভয়ানক সন্ত্রাসীর চিত্র!"

মো. জাকির হোসেন
'গ্রেপ্তার 'ছুইল্লা তারেক'—
কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার তারেকুল ইসলাম। ছবি: সংগৃহীত

কক্সবাজার, ১০ মার্চ: দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার শহরের হিল ডাউন সার্কিট হাউস গেটে প্রকাশ্য দিবালোকে এক মার্কিন নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন। তিনি হিলটপ সার্কিট হাউস থেকে হিল ডাউন সার্কিট হাউস সড়কে মর্নিং ওয়াক করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশি অভিযান

ঘটনার পরপরই কক্সবাজার পুলিশ শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান শুরু করে। বিকালে শহরের ঝাউতলা এলাকা থেকে অভিযুক্ত সন্ত্রাসী তারেকুল ইসলাম ওরফে 'ছুইল্লা তারেক' (২৫) গ্রেপ্তার করা হয়। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সদ্য যোগদানকারী পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বর্ণনা

পুলিশ সুপার জানায়, স্বামীর সঙ্গে কক্সবাজারে অবস্থানরত মার্কিন নারী তার সহকর্মীকে নিয়ে সোমবার সকালে ফুটপাত ধরে হাঁটছিলেন। তখনই তারেকুল ইসলাম নামক দুর্ধর্ষ সন্ত্রাসী তার গতিরোধ করে ঝাপটে ধরেন এবং তার শরীরের স্পর্শকাতর অংশে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদ

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী 'ছুইল্লা তারেক' কক্সবাজার শহরের ১০ নম্বর ওয়ার্ডের মোহাজের পাড়ার মোহাম্মদ ফরিদ আলমের ছেলে। পুলিশ জানায়, তারেক এই শহরের একজন চিহ্নিত সন্ত্রাসী এবং বড় মাপের ছিনতাইকারী। ২০২২ সালে তিনি মহাজের পাড়ার ৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করেন, যার বিরুদ্ধে মামলাও রয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও কোনো সহযোগী ছিল কি না, তা খতিয়ে দেখছে।

স্থানীয়দের অভিযোগ

স্থানীয়দের মতে, তারেক একজন ভয়ানক সন্ত্রাসী, যাকে গ্রেপ্তার করলে আরও অপকর্মের ঘটনা প্রকাশ পেতে পারে। সৈকতে তার নেতৃত্বে বেশ কিছু অপরাধ সংঘটিত হয়েছে, তবে কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায় না। কক্সবাজার শহরে ক্রমবর্ধমান অপরাধের বিষয়টি গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

আরো অপরাধের উদাহরণ

এই ঘটনায় আরো একটি উদ্বেগজনক বিষয় হলো শহরের নানা গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে, বিশেষত সকালে। রবিবার (৯ মার্চ) সকালে লালদিঘি পাড়ে সিএনজি নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ধরনের অপরাধ বেড়ে যাওয়ার কারণে স্থানীয় জনগণ এবং পর্যটকদের মধ্যে নিরাপত্তার বিষয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশের পদক্ষেপ ও ভবিষ্যত পরিকল্পনা

কক্সবাজার পুলিশ জানায়, তারা এ ধরনের অপরাধ প্রতিরোধে নতুন পদক্ষেপ গ্রহণ করবে। পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহীন জানান, শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়