মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২১:৪০

হাজীগঞ্জে খেলাফত মজলিসের ইফতার মাহফিল

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে খেলাফত মজলিসের  ইফতার মাহফিল

বাংলাদেশ খেলাফত মজলিস হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ ২০২৫) বাদ আসর স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের চাঁদপুর জেলা সভাপতি মাও. মো. লিয়াকত হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার যেনো আমাদের সরকারে স্থান নিতে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে। আমরা চাই এদেশে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। আর খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এজন্য সকল ইসলামিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

পবিত্র কোরআন মাজিদ ও হাদিসের আলোকে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মাও. হাবিবুর রহমান পাটওয়ারী, হাজীগঞ্জ সেবাসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আনোয়ার হোসেন সরকার, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া, জামায়াতে ইসলামীর হাজীগঞ্জ পৌর আমীর মাও. আবুল হাসানাত ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান।

খেলাফত মজলিস হাজীগঞ্জ উপজেলা সভাপতি মাও. ফয়সাল আহমদ রশিদীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মাও. এহতেসামুল হকের সঞ্চালনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পৌর সভাপতি মাও. মো. মাহমুদুল হাসান শুভ ও সাধারণ সম্পাদক মো. ওয়ালী উল্যাহ্, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাও. নাজির আহমেদ আন-নাছিরী প্রমুখ।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল এম.এ. মতিনসহ অতিথিবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দের মধ্যে মুফতি মো. আনোয়ার হোসেন, মাও. মোস্তাফিজুর রহমান, মাও. আব্দুর রহিম, মো. আব্দুর রাজ্জাক, মাও. এনায়েত উল্যাহ কাসেমী, মাও. জাহিদুল ইসলাম ও হাফেজ শরীফুল ইসলামসহ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়