মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২০:২৪

ফরিদগঞ্জে দুদিনে ৬ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে দুদিনে ৬ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা এবং জেলা প্রশাসকের নির্দেশনা অমান্য করে অবৈধ ইটভাটা চালানোর খেসারত দিচ্ছে চাঁদপুরের অবৈধ ইটভাটাগুলো। গত দুদিনে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস সমন্বয়ে সম্মিলিত টিম নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জে ৬টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। সোমবার (১০ মার্চ ২০২৫) দুপুরে অভিযানের অংশ হিসেবে গুপ্টি পূর্ব ইউনিয়ন ও সুবিদপুর্র পূর্ব ইউনিয়নের তিনটি ইটভাটা যথাক্রমে মেসার্স মহসিন এন্ড ইমাম ব্রিক ফিল্ড, মেসার্স আয়েশা ব্রিক ফিল্ড ও মেসার্স খাদিজা ব্রিক ফিল্ডে এবং গত রোববার (৯ মার্চ ২০২৫) দুপুরে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মেসার্স টুবগি ব্রিক ফিল্ড, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ভঙ্গেরগাঁও ব্রিক ফিল্ড এবং মানিকরাজ ব্রিক ফ্লিল্ডে ভ্রাম্যামাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় এসব ব্রিক ফিল্ড এস্কেভেটর (ভেকু) দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের পানি দিয়ে ভাটার চলমান আগুন বন্ধ করে দেয়।

ভ্রাম্যমাণ আদালতে থাকা চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক জেলার অবৈধ ইটভাটাগুলো বন্ধ করার জন্যে জেলা প্রশাসক বলেছেন। এরপরও যারা বন্ধ করছে না, তাদের ইটভাটাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হচ্ছে এবং এই কাজ অব্যাহত থাকবে। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, আমরা উচ্চ আদালতের আদেশ অনুযায়ী কাজ শুরু করেছি। ইতঃপূর্বে জেলা প্রশাসক ইটভাটা মালিকদের নিয়ে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। ওই সময় তিনি নির্দেশনা দিয়েছেন অবৈধ ও লাইসেন্স ছাড়া যেসব ভাটা রয়েছে সেগুলো বন্ধ রাখার জন্যে। এইক সাথে নির্দেশনা ছিলো যেসব ইটভাটা বন্ধ করবে না, সেগুলো পর্যায়ক্রমে আমরা বন্ধের ব্যবস্থা গ্রহণ করবো। জেলা প্রশাসক মোহম্মদ মোহসীন উদ্দিন বলেন, যেসব ইটভাটা জনবসতিপূর্ণ এলাকা বা স্কুল-কলেজের সাথে আছে, সেগুলো আসলেই আমাদের পরিবেশের জন্যে ক্ষতিকর। সরকার আমাদেরকে নির্দেশ দিয়েছে পরিবেশের জন্যে ক্ষতিকর ইটভাটাগুলো বন্ধ করে দিতে। আমরা এসব ইটভাটার মালিকদের সরকারের এই ম্যাসেজটা জানিয়েছি, কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি।

তিনি আরো বলেন, সম্প্রতি উচ্চ আদালত আমাদের নির্দেশ দিয়েছে যে, আগামী ১৭ মার্চের মধ্যে যত লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা রয়েছে সেগুলোকে ভেঙ্গে গুঁড়িয়ে দিতে হবে। উচ্চ আদালতের নির্দেশক্রমে জেলায় যতগুলো অবৈধ ইটভাটা রয়েছে সব ক'টিকে আমরা ভেঙ্গে গুঁড়িয়ে দিবো। দুদিনের অভিযানে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সেনাবাহিনী ও চাঁদপুর জেলা পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়