বুধবার, ১২ মার্চ, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৯:৪৮

একজন ভালো মানুষের অকাল প্রস্থান

অনলাইন ডেস্ক
একজন ভালো মানুষের অকাল প্রস্থান

চাঁদপুর পৌরসভার প্রাক্তন কমিশনার মরহুম আলহাজ্ব দেওয়ান আবুল খায়েরের একমাত্র ছেলে, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, চাঁদপুর রোটারী ক্লাব ও পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বস্ত্র ব্যবসায়ী (পুরাণবাজার ট্রাংক পট্টির গ্রীন টেক্সটাইলের মালিক) আলহাজ্ব অ্যাডভোকেট জামিল হায়দার বুলবুল আর বেঁচে নেই। তিনি রোববার (৯ মার্চ ২০২৫) সকাল দশটার পর হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, জামাতা, বোন- ভগ্নিপতিসহ অগণিত আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন মাগরিব বাদ (সন্ধ্যা ৭ টায়) পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজার নামাজে আত্মীয়-স্বজন ছাড়াও সকল শ্রেণী-পেশার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি শরিক হন। পরে আলহাজ্ব অ্যাড.জামিল হায়দার বুলবুলকে পুরাণবাজার সালাম রোডস্থ দেওয়ান আবুল খায়ের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়।

অ্যাড. জামিল হায়দার বুলবুল ছিলেন সৎ, নিষ্ঠাবান, ধার্মিক ও ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। তিনি ব্যক্তি জীবনে একজন সজ্জন ও ভালো মানুষ হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন । তাঁর অকাল মৃত্যুতে চাঁদপুরের সকল মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘদিন রোগে না ভুগে পরিবারের সদস্যদের উল্লেখযোগ্য কষ্ট না দিয়ে পবিত্র মাহে রমজানে আকস্মিকভাবে পরপারে পাড়ি জমান। যেটাতে আপনজনদের জন্যে অনেক বেদনার বিষয় লুক্কায়িত থাকলেও তাঁর জন্যে রমজানে মৃত্যুবরণের বিরল সৌভাগ্য নিহিত রয়েছে। কেননা শুক্রবার ও রমজানে মৃত্যুবরণের আকাক্সক্ষা অনেকেই মহান আল্লাহর দরবারে ব্যক্ত করেন বিশেষ মর্যাদা প্রাপ্তির আশায়। নিশ্চয়ই তিনি সেই মর্যাদা পাবেন এবং চিরসুখের জান্নাতের বাসিন্দা হবেন-সেটা শোকাহত তাঁর প্রতিজন শুভাকাক্সক্ষীই প্রত্যাশা করেন।

অ্যাডভোকেট জামিল হায়দার বুলবুল নিজের নামের পূর্বে তাঁর শ্রদ্ধেয় পিতা দেওয়ান আবুল খায়েরের ন্যায় বংশীয় উপাধি (দেওয়ান) ব্যবহার করেন নি। তিনি ‘বাপের ন্যায় আধা না হয়ে নিজের নামে শাহজাদা’ হবার চেষ্টা করেছেন। নিজ গুণে নিজ নামে পরিচিত হবার প্রয়াসই তাঁর আচরণ ও কর্মে তুলে ধরেছেন। তিনি ব্যতিক্রম কিছু করার চেষ্টাকে সবসময় ব্রত হিসেবে নিতেন। তাঁর পৈত্রিক বাড়ির নিকটে পুরাণবাজারস্থ ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তিনি তাঁর বিদ্যালয়টিকে জেলা পর্যায়ে শুধু নয়, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের অভিধা পাইয়ে দিয়েছিলেন, আর তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীরা এনে দিয়েছিলো জাতীয় পর্যায়ে পরিচিতি। সমস্যা, সঙ্কটকে সাথী করেও ভালো শিক্ষকদের সর্বোচ্চটুকুন ঢেলে দিয়ে একটি বিদ্যালয়কে আন্তরিক দিকনির্দেশনায় কতোটুকু উপরে তুলে ধরা যায়, তাঁর অনন্য দৃষ্টান্ত ছিলেন তিনি।

অ্যাডভোকেট জামিল হায়দার বুলবুলের পিতা দেওয়ান আবুল খায়ের চাঁদপুর পৌরসভার স্বনামধন্য কমিশনার ও পুরাণবাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সমাজসেবায় প্রভূত সুনাম অর্জন করেছিলেন। তিনি ছিলেন ১৯৭০ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর রোটারী ক্লাবের ২৯জন চার্টার মেম্বার (প্রতিষ্ঠাতা সদস্য)-এর অন্যতম। পরম শ্রদ্ধেয় পিতার নির্দেশে জামিল হায়দার বুলবুল ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর চাঁদপুরের প্রসিদ্ধ ও শীর্ষস্থানীয় সমাজসেবামূলক সংগঠন চাঁদপুর রোটারী ক্লাবের সদস্যপদ গ্রহণ করে ১৯৯৪-৯৫ রোটারী বর্ষে তাঁর পিতার জীবদ্দশাতেই সভাপতির আসন অলঙ্কৃত করেন এবং ব্যতিক্রম কিছু করার প্রয়াস চালিয়ে সদস্যদের মাঝে স্মরণীয় হয়ে আছেন। ১৯৯৮ সালের ৪ ফেব্রুয়ারি তাঁর পিতা মৃত্যুবরণ করলেও তিনি পিতার নির্দেশ পালন করতে গিয়ে আরো ২২ বছর রোটারী ক্লাবের সদস্যপদ বহাল রাখেন। ২০২০ সালে রোটারীতে ৩২ বছরের সম্পৃক্ততায় তিনি ইতি টানলেও সাধারণ্যে তিনি রোটারীর চার ধারার অনন্য মডেল হিসেবে পরিচিত ছিলেন। যেটি অনন্যতায় ভাস্বর। আমরা অ্যাডভোকেট জামিল হায়দার বুলবুলের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়