প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২১:৩৮
পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাপদী গ্রামে পুকুরের পানিতে ডুবে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ মার্চ ২০২৫) দুপুরে সাপদী গ্রামের ঢালী বাড়িতে।
|আরো খবর
জানা যায়, সাপদি গ্রামের ঢালী বাড়ির নোমান ঢালীর দুবছর বয়সী কন্যা শিশু অজিফা বাড়ির উঠোনে খেলা করছিল। পরিবারের লোকজনের অগোচরে একসময় অজিফা খেলার ছলে বাড়ির আঙ্গিনার পাশে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় পরিবারের লোকজন অজিফাকে উঠোনে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির নারীরা পুকুরে গোসল করতে গেলে পানিতে শিশু অজিফাকে দেখতে পেয়ে উদ্ধার করে। তার দাদা ও অন্যরা দুপুর ১টার দিকে অজিফাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে আরএমও ডা. আসিবুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।