মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২২:৫৯

শ্যামলীতে নারীদের প্রতি সহিংস আচরণ: অভিযুক্ত রাসেল হোসেন গ্রেপ্তার

নারীদের পেটানো সহিংস রাসেল গ্রেপ্তার

মো. জাকির হোসেন
নারীদের পেটানো সহিংস রাসেল গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

রাজধানীর শ্যামলী এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীদের প্রতি সহিংস আচরণের অভিযোগে মো. রাসেল হোসেন (৩০) কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট। সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়—রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেন এবং সহিংস আচরণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে রাসেল হোসেনকে লাঠি হাতে রাস্তায় নারীদের দৌড়ে দৌড়ে পেটাতে দেখা যায়। তিনি বিভিন্ন ধরনের কটূক্তি করেন এবং সহিংস আচরণ করেন। পরে সেসব ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এদিকে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মহিলা পরিষদ। তারা উল্লেখ করেছে, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ করা জরুরি। এটি কেবল নারী কেন্দ্রিক ইস্যু নয়, বরং একটি সামাজিক ইস্যু। তাই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তরুণ সমাজকে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এছাড়া, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন একদল নারী। সমাবেশে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) অপসারণের দাবি জানান। বক্তারা বলেন, সাম্প্রতিক মাসগুলোতে দেশজুড়ে সমাজের সব স্তরের নারীদের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন, ধর্ষণ, গণপিটুনি ও সাইবার বুলিংয়ের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি নারীদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত সহিংসতা ও ভয় দেখানোর ধারাবাহিক প্যাটার্নের অংশ।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। একশনএইড বাংলাদেশের আয়োজনে 'নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ: বিদ্যমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনি সংস্কার এবং বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।

এ ঘটনাগুলো থেকে স্পষ্ট, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত ও কার্যকর পদক্ষেপ যেমন অপরিহার্য, তেমনি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও সমানভাবে গুরুত্বপূর্ণ।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়