মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২১:৪২

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারের তিন দফা দাবিতে ফরিদগঞ্জে স্মারকলিপি

প্রবীর চক্রবর্তী
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারের তিন দফা দাবিতে ফরিদগঞ্জে স্মারকলিপি

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক, বর্গা চাষি, ইজারা চাষি ও হতদরিদ্র পরিবারকে খাদ্য ও নগদ অর্থ প্রদানসহ তিন দফা দাবিতে সেচ প্রকল্প অভ্যন্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম কমিটি স্মারকলিপি প্রদান করেছে। সোমবার (১০ মার্চ ২০২৫) দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলালের নেতৃত্বে এই স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, বিগত বছর ভয়াবহ জলাবদ্ধতার ফলে সিআইপির অভ্যন্তরে লাখ লাখ কৃষক, বর্গা ও ইজারা চাষি পুকুরের মাছ, ফলদ, বনজ গাছ সহ গবাদি পশুর খাদ্য হারিয়ে নিঃস্ব। তাদের বাঁচাতে, ঘুরে দাঁড়াতে প্রয়োজন সরকারি লজিস্টিকস সাপোর্ট। তাই আমরা সেচ প্রকল্প অভ্যন্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম কমিটি কৃষক, জেলেসহ ক্ষতিগ্রস্তদের বাঁচাতে জেলা প্রশাসকের কাছে তিন দফা দাবি পেশ করেছি। এগুলো হলো : জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক, বর্গা চাষি, ইজারা চাষি ও হতদরিদ্র পরিবারকে খাদ্য ও নগদ অর্থ প্রদান, কৃষি ঋণ ও এনজিও ঋণ মওকুফ করা এবং সার-কীটনাশক বিনামূল্যে সরবরাহ করা।

এ সময় সেচ প্রকল্প অভ্যন্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম কমিটির সদস্য রহিমা আক্তার কলি, মমতাজ সরকার, সিরাজুল ইসলাম, মোবারক উল্ল্যা, নেছার আহামেদ, আলী আহামেদ, শামছুল আলম, কালু বেপারী, জকির হোসেন, তাবারক উল্লাহ, আনোয়ার হোসেন, করিম গাজী, মো. বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়