প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২১:৪৫
চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল
ষড়যন্ত্র প্রতিহত করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে
.......... আক্তার হোসেন মাঝি

চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সম্মেলন এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ ২০২৫) বিকেলে ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর
পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি।
তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও হচ্ছে। আগামীদিনে দলের তৃণমূলের নেতা-কর্মী আপনাদেরই এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে এসব ষড়যন্ত্র মোকাবেলা করা কোনো কঠিন হবে না। বিগত দিনে যারা আন্দোলন- সংগ্রামে মাঠে ছিলো কমিটিতে তাদেরকেই মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, এই ওয়ার্ডের কমিটি আমাদের প্রাণপ্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে, দলের যারা ত্যাগী তাদের নিয়ে ঘোষণা হবে।
সম্মেলন উদ্বোধন করেন চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ।
পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিব উল্যাহ পাটওয়ারী ও জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মো. ইউসুফ মিয়াজীর যৌথ পরিচালনায়
সম্মেলন ও ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, সম্মেলন কমিটির প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম মুক্কু, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক বশির আহমেদ খান রিপন, সহ-প্রচার সম্পাদক কবির হোসেন মিয়াজী ও পৌর বিএনপির সদস্য শহীদ ঢালী। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
সম্মেলনে ১০নং ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির জন্যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন, অসংখ্য মামলা, হামলা, নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং ইফতার ও দোয়া মাহফিলে মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ ওয়ার্ডের প্রয়াত নেতৃবৃন্দের মধ্যে এই সম্মেলনে যাঁদের স্মরণ করা হয় তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন চাঁদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম অ্যাড. সামছুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম দেলোয়ার হোসেন খান,
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক জিপি মরহুম অ্যাড. মোস্তাফিজুর রহমান ঢালী, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবুল হাসিম সরকার, জেলা যুবদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌরসভার সাবেক
চেয়ারম্যান মরহুম শফিকুর রহমান ভূঁইয়া, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য মরহুমা কানিজ বতুল চৌধুরী মুক্তা, পৌর যুবদলের সাবেক সভাপতি মরহুম ফারুক ভূঁইয়া, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম মোফাজ্জল হোসেন চান্দু ঢালী প্রমুখ।