প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
নাম মোঃ হেলাল হোসাইন, পিতাঃ মৃত আঃ রব, ১২নং দ্বাদশ গ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের গনা গাজী মিজি বাড়ি, পোঃ নাসিরকোট, উপজেলা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর।
এক হতদরিদ্রের ঘরে জন্ম তার। ৫ ভাই বোনের মধ্যে সে সবার ছোট। নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ডিগ্রিতে পড়ুয়া মেধাবী ছাত্র। সে পড়ালেখার পাশাপাশি ঢাকাতে একটি গার্ড কোম্পানিতে চাকুরি করতেন। গত ১৫ জুন কারওয়ান বাজার থেকে ডিউটিতে যাওয়ার পথে দুই বাসের মাঝখানে পড়ে কোমরের হাঁড় ভেঙ্গে গেছে। প্রস্রাবের রাস্তার অন্য স্থানে, পেটের চামড়া মাংস সহকারে ছিঁড়ে পড়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই পর্যন্ত তিনটি অপারেশন করা হয়েছে। তিনটি অপারেশনে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। এই টাকা জোগাড় করতে সহায় সম্বল বিক্রি এবং আত্মীয়-স্বজন ও এলাকার দানশীলরা সহযোগিতা করেছেন এবং এই পর্যন্ত চিকিৎসা চালিয়ে আসছেন। বর্তমানে আরও অপারেশন করার জন্যে ডাক্তার পরামর্শ দিয়েছেন। তাতে খরচ হবে প্রায় ৩ লাখ টাকা। দরিদ্র অসহায় ভাই-বোন ও পরিবারের পক্ষে কোনোভাবে আগামী দিনের ঔষধ কেনা ও অপারেশন করার জন্যে তিন লাখ টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫২৬নং ট খ ইউনিটের ২নং বেডে ট খ ইউনিটের বিভাগীয় প্রধান ডাঃ তাহমিনার অধীনে চিকিৎধীন রয়েছেন। সবার প্রত্যাশা, বিত্তবান চিত্তবানদের দানে ও সহযোগিতায় এই মেধাবী হতদরিদ্র শিক্ষার্থী বেঁচে থাকুক আমাদের মাঝে।
সাহায্য পাঠানোর ঠিকানা :
NAME : MD. SHAHALAM
A/C : 7017318923646
Dutch Bangla Bank Ltd.
Chandpur, Branch, Bangladesh
বিকাশ পর্সোনাল : ০১৭০৯২৬৮৬৫৯