প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুর জেলা ছাত্রদলের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।
এ সময় তিনি বলেন, ছাত্রদলের অবস্থা এখন আর আগের মতো নেই। আগে ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এখন যা দেখাই যায় না। মনে রাখবেন আন্দোলন সংগ্রামে সফল হতে হলে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও প্রয়োজন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি দিচ্ছে না। ক্ষমতাকে আরো পাকাপোক্ত করতে বিএনপির নেতৃবৃন্দ থেকে শুরু করে অসংখ্য নেতা-কর্মীকে জেলে আটকে রাখছে। শেখ হাসিনা সরকার দেশটাকে কারাগারে পরিণত করেছে। এই জুলুম অত্যাচার, নির্যাতনেরও একদিন শেষ হবে।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীর পরিচালনায় এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন।