প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল। ১০ সেপ্টেম্বর রোববার দুপুরের স্বাস্থ্য কমপ্লেক্সে অডিটোরিয়াম এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান ও অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েলের সভাপ্রধানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়ন কনসালটেড ডাঃ ইসমাল হোসেন সরকার, জেলা পরিষদের সদস্য সরকার মোহাম্মদ আলাউদ্দিন ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আমান উল্লাহ।
উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ হাসিবুল ইসলাম, জয়নাল আবেদিন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নূর মোহাম্মদ, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদসহ দলীয় নেতা-কর্মীরা।