সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ধর্মীয় সচেতনতা সমাজের কুসংস্কার দূর করতে সহায়ক ভূমিকা রাখতে পারে
পাপ্পু মাহমুদ ॥

হাজীগঞ্জে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান করা হয়। শনিবার সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্স্টিটিউশন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ও পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।

তিনি তার শিক্ষা জীবনের কথা তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় সচেতনতা সমাজের কুসংস্কার দূর করতে সহায়ক ভূমিকা রাখতে পারে। এই সংবর্ধনা আজকের শিশু শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বাড়াবে। তিনি যে সকল শিক্ষার্থী বৃত্তি পেয়েছে তাদেরকে অভিনন্দন ও মায়েদের প্রতি ধন্যবাদ জানান। সেই সাথে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করায় শহীদ হালিমণ্ডলিয়াকত স্মৃতি সংসদকে ধন্যবাদ জানান।

শহীদ হালিমণ্ডলিয়াকত স্মৃতি সংসদ হাজীগঞ্জ উপজেলা শাখার পরিচালক মোঃ শাহাদাত হোসেন জাহিদের সভাপতিত্বে মুহাম্মদ কাউসার হামিদ ও সংস্থার উপ-পরিচালক মুহাম্মদ ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা শায়খ আবু সুফিয়ান আল কাদেরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, গাউছিয়া কমিটি চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহজামাল তালুকদার ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ মৃধা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা গাজী আব্দুর রাহীম, গাউছিয়া কমিটি হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি ফজলুল কাদের বাগদাদী, গাউছিয়া কমিটি হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী বিলাল হোসাইন পাটোয়ারী, জহিরুল ইসলাম মজুমদার, শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ চাঁদপুর জেলা সমন্বয়ক নূরুল আলম মামুন, সদস্য সচিব কামরুল হাসান বাবু, সাবেক পরিচালক মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হোসেন মীর, ইঞ্জিঃ নেছার পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক আহমেদ, উপ-সম্পাদক কামাল আহমেদ, সুমন দর্জি, সদস্য সুমন মিয়াজী, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, ওয়ার্ড যুবলীগ নেতা মামুনসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিনিধি ও অভিভাবকসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়