প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে আমানউল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় একশত শিশু শিক্ষার্থীর মাঝে বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে খাতা, কলম ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ক্লাব সদস্যরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সাক্ষরতা হলো অক্ষর পরিচিতি, লেখাপড়ার ক্ষমতা কিংবা লেখা। সাক্ষরতা বলতে ব্যক্তির দৈহিক, মানসিক, সংস্কৃতি ইত্যাদিকে বুঝি। সাক্ষরতার মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন হয়, কুসংস্কার দূর হয়, শিক্ষার প্রসার ঘটে, দেশের মানব সম্পদ উন্নয়ন হয়। তাই তোমাদের শিক্ষিত হতে হবে। তোমরা শিক্ষিত হলে তোমাদের মনোবল বৃদ্ধি পাবে।
ক্লাব সভাপতি প্রেসিডেন্ট মিতু আক্তারের সভাপতিত্বে ও সেক্রেটারি আফরোজা পারভীনের উপস্থাপনায় ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইপিপি মাহমুদা খানম, পিপি তাসলিমা মুন্নী, ট্রেজারার নাসরীন আক্তার, সদস্য মারজিয়া রুহিসহ অন্যরা।